ব্রিটিশ রাজপরিবারের প্রথা ভেঙ্গে এই প্রথম সমলিঙ্গ বিবাহবন্ধনে আবদ্ধ হল ইভার মাউন্টব্যাটন এবং জেমস কয়েল। রানি ভিক্টোরিয়ার উত্তরসূরি লর্ড ইভার মাউন্টব্যাটন সম্পর্কে আবার রানি দ্বিতীয় এলিজাবেথের ভাই। ২০১৪ সালে এয়ারলাইন কেভিন সার্ভিসের ডিরেক্টর জেমস কয়েলের সঙ্গে আলাপ হয় ইভার। ২০১৬ সাল থেকে ইভার ঘোষিতভাবে জেমসের সঙ্গে সমকামী সম্পর্কে ছিলেন।
ব্রিটিশ রাজপরিবারে এখনও ১৭৭২ সালের নিয়ম মেনেই বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানের আগে রানি এলিজাবেথের অনুমতি নেওয়া হয়, যদিও ইভার সরাসরি রাজপরিবারের কেউ না হওয়ায় বিয়ের অনুমতি নিতে হয়নি। বাকিংহাম রাজপ্রাসাদে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই অনুষ্ঠান সম্পন্ন হয়। আগের পক্ষের স্ত্রী পেনির সঙ্গে ইভারের তিন সন্তান রয়েছে। যদিও স্ত্রী ও সন্তানরা ইভার-জেমসের ভালোবাসাকে খুব সহজভাবেই মেনে নিয়েছেন।
Leave a Reply