হাত ধরে চলতে শিখিয়েছিলে
সে হাত ছেড়ে দিয়েছিলাম চলতে শেখার পর…
কিন্তু মনে মনে যে সে হাত ধরেই রেখেছিলাম সে কথা বুঝিনি কখনো।
আসলে বোঝার বা ভাবার কারণ না ঘটলে আমরা কিছুই ভাবিনা তো?
তাই আর ভেবে দেখিনি অপ্রত্যাশিত ব্যাপারটা
যেদিন এক মুহুর্তে হাত ছেড়েদিলে চিরদিনের জন্য
সেদিন প্রথম আমার হাত তোমাকে খুঁজল…
শিকড়ের টান টাও কি শিকড় উপড়ানোর পর-ই বোধ হয়?
ছিন্নমূল কাকে বলে?
মন একলা হলে আপন মনে প্রশ্ন করে…
উত্তরটা খানিক জানা খানিক অজানা।
তুমিতো আর ফিরবে না…
কত সোজা একটা কথা অথচ নিজেকে বোঝাতে কত পথ পেড়োতে হয় মনে মনে…
তোমার আশা আর করি না
তাতে মন মানুক আর নাই বা মানুক
কিন্তু অবুঝ হাতটা আজও
আনমনে সেই হাতটাকেই খোঁজে।
Advertisements
Leave a Reply